ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষিকন্ডা ইউনিয়নের বিলকেদার মালিথাপাড়ায়
গত বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর) দুপুরে ওই এলাকার মৃত নবাব আলী মালিথার ছেলে মোঃ সেকেন আলী মালিথা নিজ জমিতে চাষাবাদ করার সময় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ একই ইউনিয়নের বিলকেদার, ঘোড়ামারা এলাকার মৃত ইসমাইল মল্লিকের ছেলে রবি, মোঃ টুকু মল্লিকের ছেলে মোঃ আমিন, মোঃ রবির ছেলে আল মামুন, সহ বেশ কয়েকজন বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে।
এ সময় সেকেন আলী মালিথাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় সেকেন আলীর বড় ভাই শামিমুল ইসলাম বাদী হয়ে ঈশ্বরদী থানায় ৭ জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেছেন।
Tags
ঈশ্বরদী