স্টাফ রিপোর্টারঃ পাবনা ঈশ্বরদীর ফতে-মোহাম্মদপুর রেলওয়ে হাসপাতাল সামনে সামসুদ্দীন লাল্লান এর মুরগির দোকানে চাঁদা দাবি করে ইনটেক উজ্জ্বল অন্যথায় চাঁদা না দেওয়ায় ধারালো রামদা দিয়ে দোকান ভাঙচুরের ঘটনা ঘটে ও দোকান বন্ধ করে দেয়ার হুমকির অভিযোগ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত্রি ৮.৩০ মিনিটের সময় ঈশ্বরদীর ৫নং ওয়ার্ড ফতে-মোহাম্মদপুর রেলওয়ে হাসপাতালের সামনে মৃত কামরুদ্দীন এর ছেলে সামসুদ্দীন লাল্লান এর নিজস্ব মুরগির দোকানে এলাকার বিভিন্ন মামলার আসামী নুরু ওরফে নুরুয়ার ছেলে মুস্তাফিজুর রহমান ওরফে ইনটেক উজ্জ্বল (২৩) সহ বেশ কয়েকজন একত্রিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র সাথে নিয়ে মুরগির দোকানে ৫০,০০০ টাকা চাঁদা দাবী করে, দোকানের কর্মচারীরা বলেন দোকানে মালিক নেই, চাঁদা দিতে অস্বীকার করলে ইনটেক উজ্জ্বল ক্ষিপ্ত হয়ে ধারালো রামদা দিয়ে বেড়ার উপর কোপ মারে দোকান ভাঙচুরের ঘটনা ঘটে এবং উজ্জল হুমকি দিয়ে বলেন ২৪ ঘন্টার মধ্যে চাঁদা না দিলে মুরগির দোকান বন্ধ করে দিবে।
খবর পেয়ে দোকানের মালিক মোঃ সামসুদ্দীন লাল্লান ঈশ্বরদী থানায় উপস্থিত হয়ে একটি অভিযোগ দায়ের করেন, এই সন্ত্রাস চাঁদাবাজ মাদক ব্যবসায়ী বিভিন্ন মামলার আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী।