বুধবার ১২ টায় বাংলাদেশ পূজা উদযাপন কমিটি ঈশ্বরদী উপজেলা এবং পৌর শাখার উদ্যোগে আয়োজিত এ আনন্দ র্যালীটি কর্মকার পাড়া মাতৃ মন্দির থেকে শুরু হয়ে শহরের প্রানকেন্দ্র রেলগেট বাস টার্মিনাল হয়ে কলেজ রোডস্থ ঠাকুরবাড়ী মন্দিরে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহন করেন সনাতন ধর্মের বিভিন্ন বয়সী নারী ও পুরুষ।
এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, ঈশ্বরদী সহকারী ভূমি কর্মকর্তা রাহসিন কবির, ঈশ্বরদী মৌবাড়ী বারোয়াী মন্দির কমিটির সদস্য সচিব শ্রী সমর কর্মকার। বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি সুনীল চক্রবত্রী, সাধারণ সম্পাদন গণেষ ঘোষ, হিন্দু মহাজোটের সভাপতি আশুতোষ পাল, সাধারণ সম্পাদক দেবদুলাল রয়,পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা, সাধন কুমার কুন্ডু, শুমন দাস গোবিন্দ চেীধুরী সুমন সাহা,অপু দে, দিপঙ্কর কুমার শীল, সৌরভ কুমার দেবনাথ, রিপন কর্মকার প্রমূখ।