নৌকাকে বিজয়ী করার মাধ্যমে শেখ হাসিনা কে ক্ষমতায় আনতে হবে বলেন আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি

 

জাহিদুল ইসলাম নিক্কনঃ আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুসারেই হবে। নিরপেক্ষ সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবে বললেন (পাবনা-৪) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।

১৪অক্টোবর শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী ঈশ্বরদী রেলগেট খাইরুজ্জামান বাস টার্মিনালে আয়োজিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে শান্তি ও উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এমপি বলেন, বিএনপি গণতন্ত্রকে হত্যা করার ষড়যন্ত্র করছে, স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসা ষড়যন্ত্র চলছে। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে নৌকাকে বিজয়ী করার মাধ্যমে শেখ হাসিনা কে আবারো ক্ষমতায় আনতে হবে। সেই সাথে এসব স্বাধীনতা বিরোধী, ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এমপি বলেন, অনেকে প্রার্থী হবেন, দোষের কিছু নেই, শেখ হাসিনা তিনি যাকে মনোনয়ন দেবেন আমরা তার পক্ষে কাজ করবো। নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করবো।

ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন,  ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, ঈশ্বরদী পৌর আঃলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ভিপি ইমরুল কায়েস দারা, মুলাডুলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা, মহিলা আঃলীগ নেত্রী পারভীন আক্তার সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ কমিটির সদস্য জালাল উদ্দিন তুহিন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুরাদ মালিথা, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়েক কাদের, সাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রশিদ, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক,পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক শরিফুলল ইসলাম শরীফ, যুগ্ম আহ্বায়ক সজিব মালিথা, সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন অবুঝ সহ উপজেলা আওয়ামীলীগ যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ ছাত্রলীগ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন