ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে গলায় ফাঁস দিয়ে স্কুল পড়ুয়া এক ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২৯ অক্টোবর ) রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতান পুর (মধ্যপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। ঐ স্কুল ছাত্রের নাম শাহিদ মাল (১৫)। সে সুলতান পুর গ্রামের আমিরুল মাল এর ছেলে ও দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত তার নিজ ঘরে আনুমানিক ১১ টার দিকে বাঁশের ডাবের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নামানোর পরপরই সে মারা যায়।
শাহিদ এর পিতা আমিরুল ইসলাম জানান, আমার ছেলে বেশ কিছুদিন হার্ডের রোগে ভুগছিল। কয়েক দিন হাসপাতালেও ভর্তি করে রেখেছিলাম। অসুস্থতার কারণে জীবনের প্রতি অনিহা থেকেই সে আত্মহত্যা করে থাকতে পারে।
স্থানীয় বাসিন্দা মহিদুল জানান, শাহিদ স্কুলে পড়ার পাশাপাশি ছুটির পর ও বন্ধের দিন বাবাকে সাংসারিক খরচ জোগাতে মারমী বটতলায় একটি সাইকেল মেকারেরর দোকানে পার্টটাইম কাজ করত। দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, শাহিদ অত্র প্রতিষ্ঠানে ৯ম শ্রেণিতে লেখাপড়া করে। এবার তার রেজিষ্টেশন করা হয়েছে। সে খুবই ভদ্র এবং নম্র স্বভাবের ছিল।
দাশুড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার আলাউদ্দিন খান জানান, আমি সকালে শাহিদ মালের বাসায় গিয়েছিলাম। ছেলেটি অসুস্থ ছিল। অসুখের কারণেই সে আত্মহত্যা করেছে বলে সবাই মনে করছে। তিনি আরো জানান পুলিশকে অবগত করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষ করে লাশ দাফন করা হবে।
জানতে চাইলে দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার বলেন, আত্মহত্যার ঘটনাটি সত্য আমি শুনেছি একটি স্কুল পড়ুয়া ছেলে আত্মহত্যা করেছে। জরুরি কাজে আমি ঈশ্বরদীর বাহিরে থাকায় ঘটনাস্থলে আমি যেতে পারিনি।