ঈশ্বরদী প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলা ও বাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ।
মঙ্গলবার (২১ নভেম্বর) তারিখে রাত ১১টার সময় পৌর এলাকার ফতে-মোহাম্মদপুর (৫নং ওয়ার্ড) ফুটবল মাঠ এলাকার মৃত হাবিবুর নেছার মেয়ে মোছাঃ নাসিমা এর বাড়িতে সন্ত্রাসী হামলা ও বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানায় দাখিলকৃত এজাহার সূত্রে জানা যায়, ঐ এলাকার মোটা আরমান (৪২) ও ডাঃ জুয়েল (৩২) সহ ৬ থেকে ৭জন সংঘবদ্ধ হয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নাসিমার বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর করে,
এসময় ঘর থেকে বের হয়ে নাসিমার ছেলে জনি (৩১) বাড়ি ভাঙচুর করতে বাধা দেয়, তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়, তার চিৎকার শুনে ছোট ভাই নাসিম এগিয়ে আসলে ধারালো হাঁসি দিয়ে বাম পায়ে কোপ মেরে আহত করে এবং ছোট বোন এগিয়ে আসলে তাকে লোহার রড দিয়ে হাঁটুর উপরে আঘাত করে আহত করে,পরে আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এই ব্যাপারে ঈশ্বরদী থানায় ফৌজদারী বিধানে ১৫৪নং ধারায় অপরাধ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।