ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের বগির নিচ থেকে ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট।
গতকাল শুক্রবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেনের নেতৃত্বে বোমাটি উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়।
এ সময় পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপার সাহাব উদ্দিন, র্যাব-১২ পাবনা কোম্পানি কমান্ডার মো. গোলাম ফারুক, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশসহ পুলিশ, র্যাব ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র্যাব-১২ পাবনা কোম্পানি কমান্ডার মো. গোলাম ফারুক হোসেন বলেন, পাকশী রেলওয়ে পুলিশ সুপার বিষয়টি জানানোর পর র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলি। কর্মকর্তারা র্যাব-৫ এর বোম ডিসপোজাল ইউনিটের সঙ্গে নিয়ে সমন্বয় করে কাজ করার জন্য দিকনিদের্শনা দেন। বোম ডিসপোজাল ইউনিট বোমটি সংগ্রহ করে নিষ্ক্রিয় করেছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। জনমনে আতঙ্ক সৃষ্টি করে দেশের অর্থনীতি ব্যাহত করার জন্য কোনো দুস্কৃতিকারী গোষ্ঠী এটি করতে পারে। এর আগে, রাতে বোমাসদৃশ বস্তুটি দেখতে পান রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রাতে কে বা কারা ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ২ নম্বর প্লাটফর্মের পাশে রেল লাইনে দাঁড় করিয়ে রাখা ট্রেনের অতিরিক্ত রিজাভ ট্রেনের নিচে লাল টেপে জড়ানো একটি ককটেলের মত বোমা সদৃশ বস্তু রেললাইনে ফেলে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হলে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে ককটেল বোমা টি উদ্ধার করেন।