ঈশ্বরদী প্রতিনিধিঃ ঈশ্বরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মনিরুল ইসলাম মনির নামে এক স্কুলছাত্র নিহত ও মোটরসাইকেলে থাকা ২জন ছাত্রের অবস্থাও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৮.৩০মিনিটে ঈশ্বরদী-বানেশ্বর মহাসড়কের সরকারি এসএম মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানিয়েছেন ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলের মেুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে
নিহত মনিরুল ইসলাম মনির ঈশ্বরদী সরকারি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটের নবম শ্রেণির ড্রেস মেকিং বিভাগের ছাত্র ও উপজেলার পিয়ারপুর এলাকার ফজল হোসেনের ছেলে।
আহতরা হলেন, ওই স্কুলের একই শ্রেণির শিক্ষার্থী আজিম ও শিশির।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর থেকে ঈশ্বরদী গামী পিকআপ সরকারি এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে চাকা ব্ল্যাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাজশাহীগামী ট্রাক ও মোটরসাইকেলকে সজোরে আঘাত করে। পরে মোটরসাইকেল আরোহী তিনজন ছিটকে পড়লে মনিরুল ইসলাম মনির ঘটনাস্থলেই নিহত হয় এবং আজিম ও শিশির গুরুতর আহত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা সেখানে গিয়ে দুই জনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কর্তব্যরত চিকিৎসক শাকিব আজিমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে একজনের মহদেহসহ দুর্ঘটনার শিকার মোটর সাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে, ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।