মুনমুন আক্তার।। আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন হলো ডিডিপির বিজয় উৎসব, কবি কন্ঠে কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান সুরের মেলার ৩২৮ তম পর্ব।
২৯ ডিসেম্বর'২৩ সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
ডিডিপির চেয়ারম্যান, সাপ্তাহিক জংশন সম্পাদক, প্রেসক্লাবের সাবেক সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সর্বোচ্চ পরিষদের সাবেক সদস্য সচিব, কুষ্টিয়া লালন একাডেমি ও রাজাপুর বইমেলা মেলার আজীবন দাতা সদস্য, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজসেবক সংগঠক ও শিল্পী সূফি সাধক গুরুজী এস এম রাজা'র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর সভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলি মালিথা, কিশোরগঞ্জের সিনিয়র সহকারী জজ সিরাজুল ইসলাম মামুন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, নলডাঙ্গা মহিলা কলেজের প্রফেসর মোঃ আব্দুস সালাম, রাজশাহী সোনাদহ হাইস্কুলের প্রধান শিক্ষক মকবুল হোসেন নবাব, রুপপুর বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক ও বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী ওস্তাদ মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী এস আলমগীর, পাবনা জেলা ফকির বাউল শিল্পী সংস্থার সভাপতি ফকির আবুল হোসেন, সাপ্তাহিক ঈশ্বরদী সম্পাদক ও দৈনিক সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার।
সংগীত শিক্ষক ও কণ্ঠশিল্পী রেজাউর রহমান পাপ্পুর সঞ্চালনায় সংগীত পরিবেশন করেন শিল্পী যথাক্রমে আফিয়া তাসনিম তৌশি, প্রার্থনা, ফকির রিপন চিশতি, এস এম অন্ত, রিমি মন্ডল, রাখি মন্ডল, আসলাম হোসেন, সাইফুল ইসলাম, অনুপ কুমার সরকার, সীমা সরকার, লিটন বাউল, রিদিতা, মুকুল হোসেন, দৃষ্টি, সন্ধ্যা সরকার, সাইদুল বাউল, বক্কার ঘোষ, মোঃ আজম, রেজাউর রহমান পাপ্পু, এস এম রাজা, বাউল সোলাইমান সরকার প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন কবি হুমায়ুন কবির, সাধন কুন্ডু, ওয়াজেদ আলী, নূরে আলম সিদ্দিক নাহিদ, রমজান আলী ও সুবল কুমার পাল। এর আগে অনুষ্ঠানে সভাপতি ও অতিথিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।
যন্ত্র সংগীতে ছিলেন কিবোর্ড- মাসুদ রানা, বাঁশি- মিজানুর রহমান, দোতরা- আজম, হারমোনিয়াম- মুকুল, লিটন, অন্ত, রাজা, অক্টোপ্যাড- বাবুল, তবলা- মোহন, পারভেজ, উজ্জ্বল, অন্ত। প্রচুর সংখ্যক দর্শক শ্রোতা প্রায় ৫ ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠান উপভোগ করেন। দর্শক শ্রোতাদের মধ্যে সামগ্রিক আয়োজন ব্যাপক প্রশংসিত হয়।