ঈশ্বরদীতে সাংবাদিকদের সাথে আঃলীগ প্রার্থী গালিবুর রহমান শরীফের মতবিনিময় সভা

 


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ বলেছেন, জনগণের ভোটে ৭ জানুয়ারি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলাকে স্মার্ট ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো। আমার বাবা প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ঈশ্বরদী-আটঘরিয়া আসনে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এই দুই উপজেলা ও উপজেলার মানুষের জীবনমান উন্নয়নে আজীবন কাজ করে গেছেন। তিনি বেঁচে থাকলে আরো অনেক উন্নয়ন কাজ করতেন। তাঁর রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়ন কাজগুলো আমি সমাপ্ত করতে চাই। সে জন্য আমি ঈশ্বরদী- আটঘরিয়াবাসীর নিকট দোয়া ও ভোট চাই এবং সাংবাদিকদের সহযোগিতা চাই।

আওয়ামী লীগ প্রার্থী ও পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) রাত ৮ টার সময় শহরের আলীবর্দি রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন। 

গালিবুর রহমান শরীফ সাংবাদিকদের বলেন, ৭ জানুয়ারি জনগণের ভোটে আমি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাবো। মতবিনিময় সভায় বক্তব্য দেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাবেক সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাবেক সভাপতি এস এম রাজা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না,বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিক আতম শহিদুজ্জামান নাসিম।

এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, ঈশ্বরদী মডেল প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নিক্কন, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি খোন্দকার মাহাবুবুল হক দুদু, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার মাহাবুল হক দুদু, সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, সাপ্তাহিক স্বকাল বাংলার সম্পাদক মিশুক প্রধান, সাপ্তাহিক সময়ের ইতিহাসের সম্পাদক শেখ মহসিন, সাপ্তাহিক প্রথম সকাল সম্পাদক মহিদুল ইসলাম,দৈনিক বীর বাংলার সম্পাদক ওহিদুজ্জামান টিপু, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস সহ আরো সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন