পাবনা প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা খ সার্কেল ঈশ্বরদী কর্তৃক রোববার (১৪ জানুয়ারি) রাতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ১৩শত ৬০ পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা খ সার্কেল ঈশ্বরদী এর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত একটি রেডি পার্টি নিয়ে পাবনা জেলার পাবনা সদর থানাধীন বাঙ্গাবাড়িয়া বাজারস্থ আব্দুল হাই মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে কাশিনাথপুর হতে পাবনাগামী যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো- ব- ১৪- ৫১১০ উত্তরণ নামের বাসের গতিরোধ করে বাসের মধ্যে যাত্রী বেসে বসে থাকা আসামি মো: আবু তাহের পিতা-মো:আব্দুর রব বারী,মাতা- মোসা: ফিরোজা বেগম, (বর্তমান ঠিকানা) সাং- চুনিকুটিয়া পশ্চিমপাড়া, থানা- কেরানীগঞ্জ জেলা -ঢাকা,(স্থায়ী ঠিকানা) সাং- পশ্চিম এওয়াজপুর, ওয়ার্ড নং- ৩, থানা- চরফ্যাশন, জেলা- ভোলা
এর দেহ তল্লাশি করে তার নিকট থেকে ১৩শত ৬০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নামীয় আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।