জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগের সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

 

৩১ জানুয়ারী বুধবার বিকালে ঢাকা ডেমরা আলম'স চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

ঢাকা বিভাগের সভাপতি  মোঃ আনিছুর রহমান প্রধান এর সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন। 

ঢাকা বিভাগের সাধারন সম্পাদক মুছা খান রানার সঞ্চালনায়, উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল, মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, নির্বাহী সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার, বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফরিদ খান, সংস্থার যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ শিকদার আরিফুল আলম টিটু,তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ আবেদ আলী।এবং বিভিন্ন জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। সম্মেলনে সদস্যদের ভোটে মোঃ আনিছুর রহমান প্রধান সভাপতি ও মোঃ মুসা খান রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়,নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান সংস্থার প্রধান উপদেষ্টা লায়নগণি মিয়া বাবুল। সবশেষে ফুলের মালা দিয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দদের বরন করে নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ,এবং রাতের ডিনার শেষে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন