পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি-২০২৪, ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে পাবনার ঈশ্বরদী পৌর শহরের প্রবেশ পথ মহাসড়কের পাশে হারুখালি মাঠে ময়লা আবর্জনা ফেলার ফলে ময়লার স্তুপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে পরিবেশ হচ্ছে অস্বাস্থ্যকর কয়েক বছরের বজ্র সমস্যা সমাধান করার উদ্যোগ গ্রহণ করেছেন ঈশ্বরদী পৌরসভা।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঈশ্বরদী পৌর শহরের হারুখালি মাঠের ময়লা আবর্জনা অপসারণ কাজের উদ্বোধন করেন, (পাবনা-৪) আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ। এসময় উপস্থিত ছিলেন,ঈশ্বরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান,ঈশ্বরদী পৌর সভার মেয়র ইছাহক আলি মালিথা,ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ সভাপতি মল্লিক মাহমুদ তন্ময়ের সভাপতিত্বে পৌর ছাত্রলীগ সভাপতি আবির হাসান শৈশবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,
ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল,পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লব,পৌর কাউন্সিলর আবুল হাসেম সহ উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ ঈশ্বরদী পৌর শহরের প্রায় এক কিলোমিটার দীর্ঘ মহাসড়কের পাশে গৃহস্থালির ময়লা আবর্জনা ফেলে স্তুপ করায় ময়লা আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়ানোর ফলে পথচারীদের চলাফেরায় রাস্তাটি ব্যবহার অনুপযোগী হওয়ায় যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি হয়।
এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে,(পাবনা-৪) আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ এর উদ্যোগ পৌর কতৃপক্ষ ও উপজেলা ছাত্রলীগ ময়লা আবর্জনা স্তুপ অপসারণের কার্যক্রম পরিচালনা করেন, এসময় গালিবুর রহমান শরীফ বলেন,ঈশ্বরদী শহরের প্রবেশ পথে ময়লা আবর্জনা ফেলার ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছিল ফলে ময়লা আবর্জনা পরিষ্কারের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল।