পাবনায় বিদেশী পিস্তল পাঁচজন আটক

 

পাবনায় বিদেশী অস্ত্রসহ ৫ যুবককে গ্রেফতার করেছে পাবনা সদর থানা পুলিশ। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী, এর আগে রবিবার রাতে শহরের দক্ষিণ রামচন্দ্রপুরের বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- পাবনা পৌর এলাকার দিলালপুর কফিল উদ্দিন পাড়ার মোঃ ইমরান হোসেনের ছেলে আফনান আহমেদ আবির (২০) শালগরিয়া শাপলা প্লাস্টিক গলি এলাকার মোঃ নুরুজ্জামানের ছেলে ইসতিয়াক জামান নূর (২০) দক্ষিণ রামচন্দ্রপুর পলিথিন রোড এলাকার মনিরুজ্জামান মনিরের ছেলে মিজানুর রহমান নাঈম (২০) মো.মোয়াজ্জেম হোসেনের ছেলে আবু হুরায়রা জনি (২০) এবং শান্তিনগর এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে রাফসান আবির (২৪),ওসি রওশন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার পলিথিন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিদেশী রিভলবার, দুই রাউন্ড গুলি,হাত কুড়াল ও দুটি টিপ চাকু উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন