পাবনার আটঘরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পাবনা খ সার্কেল অভিযান চালিয়ে সিএনজি থেকে ১১ কেজি গাঁজা সহ দুই জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।
সোমবার ১২ ফেব্রুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পাবনা (খ) সার্কেল ঈশ্বরদী এর পরিদর্শক, আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয় একটি রেডিং পার্টি গঠন করে পাবনা জেলার আটঘরিয়া থানাধীন নাদুড়িয়া চৌরাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে খিদিরপুর বাজার হতে দাশুড়িয়া গামী সিএনজি তল্লাশি করে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় মো: আব্দুল মতিন (৩৮) পিতা-মৃত মোজাম্মেল হোসেন, সাং-দক্ষিণ রাঘবপুর, জেলা: পাবনা ও মো: কাউসার আলী (২৫) ,পিতা- মোঃ আবুল কালাম আজাদ, সাং-চাঁদভা সঞ্জয়পুর, কামারপাড়া, থানা : আটঘরিয়া,জেলা-পাবনাদেরকে আটক ও উক্ত সিএনজি একটি সিএনজি সহ গ্রেফতার পূর্বক উক্ত গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আটঘরিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরর করা হয়।
Tags
পাবনা