ঈশ্বরদী থেকে বিদেশী পিস্তল সহ এক যুবক গ্রেফতার

 

সাধারণ জনসাধারণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে অস্ত্রবাজ ও সন্ত্রাসী নির্মূলে র‍্যাব বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। বাংলাদেশকে একটি সন্ত্রাসমুক্ত দেশ হিসাবে গড়ে লক্ষে  পাবনার ঈশ্বরদী থেকে  একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা। রবিবার  রাতে মিনিটে র‍্যাবের আভিযানিক  দল পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাধা এলাকায় অভিযান পরিচালনা করে ঈশ্বরদী থানাধীন বাঁশেরবাধা গ্রামের মোঃ আজাদুর রহমান এর ছেলে শাহরিয়ার আজাদ উৎসব (১৯) কে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে  ০১ টি ৭.৬২ এম এম বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০১ রাউন্ড গুলি ০১ টি মোবাইল, ০২ টি সীম কার্ড ও নগদ ১৮৫/- টাকা উদ্ধার করা হয়। র‍্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবৈধ অস্ত্র দেখিয়ে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকার জন সাধারণকে ভয়ভীতি প্রদান করে আসছিল। গ্রেফতারকৃত আসামী শাহরিয়ার আজাদ উৎসব এবং পলাতক আসামীর বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে আটককৃত আসামীকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এ তথ্যি নিশ্চিত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন