ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

 

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে অঞ্জন কুমার সাহা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

আজ রবিবার ২৮ এপ্রিল ভোর থেকে রেলে কাটার খবরটি জানাজানি হয়েছে, গত রাত থেকে সে নিখোঁজ ছিল রাত দুইটার দিকে রেলের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। 

ঈশ্বরদী রেলগেটের অদূরে তিন কোনা পুকুরের এখানে রেললাইনে কাটা পড়েন তিনি। নিহত অঞ্জন কুমার শাহ ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারাখালী জামতলার অনন্ত কুমার সাহার ছেলে বলে জানা যায়। সূত্রে জানা যায় অঞ্জন কুমার সাহা সিঙ্গাপুরে ছিলেন বেশ কয়েক বছর।

আজ ৬ দিন হল দেশে এসেছে, সে অবিবাহিতা ছিল কোন এক মেয়েকে ভালোবাসতো সে তার ভালোবাসার সঙ্গীকে বিয়ে করবে এই নিয়ে পরিবারের মধ্যে বিবাদ ছিল যার ফলে বাবা-মা পরিবারের প্রতি অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয়। 

ঈশ্বরদী রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ জানায়, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলতে পারেনি পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন