রাজশাহী থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক গণধ্বনি পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার ২৯ এপ্রিল/২৪ইং বেলা সাড়ে বারো’টায় কেক কেটে পত্রিকার ৮ ম বার্ষিকী পালন করা হয়।
রাজশাহী মহানগরীর পিঁপড়া আপ্যায়ন কনভেনশন হলে গণধ্বনি পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এঁর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ কমিশনার একরামুল হক।
সভায় বক্তব্য রাখেন রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি এবং সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সাধারণ সম্পাদক ও রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত,রাজশাহী টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল,রাজশাহী সিটি করপোরেশনের ১৯ ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন প্রমুখ। এছাড়াও দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, দৈনিক নতুন প্রভাত পত্রিকার (ভারপ্রাপ্ত) সম্পাদক সোহেল মাহবুব সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।গণধ্বনি পত্রিকার পক্ষ থেকে অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।