ঈশ্বরদীতে নিরস্ত্র নিরাপত্তা বাহিনীর দায়িত্বে রয়েছে পরিত্যক্ত অবস্থায় ট্রেনের একটি বগি

 

জলিলুর রহমান স্টাফ রিপোর্টার: পাবনার ঈশ্বরদীতে নিরস্ত্র নিরাপত্তা বাহিনীর দায়িত্বে রয়েছে পরিত্যক্ত অবস্থায় থাকা বুড়িমারী এক্সপ্রেস ট্রেন নাম্বার ৭০৯/৭১০ ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে মুলাডুলি গফুরাবাদ এর মাঝখানে উক্ত ট্রেনটি লাইনচ্যুত হলে,

বগি নং-১০৬৫ ঞ, ট্রেনের যন্ত্রাংশ ভেঙ্গে গেলে ট্রেনের বগিটি লাইনের পাশে রাখা হয়। কিছুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে ট্রেনের বগিটি, উক্ত বগিটি ঈশ্বরদী রেলওয়ে ইয়াডে স্থানান্তর করলে বাংলাদেশ রেলওয়ের সরকারি সম্পদ রক্ষা হবে। 

স্থানীয় সূত্রে জানা যায়, এই প্রত্যন্ত এলাকায় রেলওয়ে বগির যন্ত্রাংশ চুরি হয়ে যেতে পারে দ্রুত ট্রেনের বগিটি কে সরিয়ে না নিলে ক্ষতি হবে দেশের সম্পদ। ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলেন, উক্ত এলাকায় খাবার ও পানির ব্যবস্থা না থাকায় ও দোকান পাট ঘর বাড়ি অনেক দূরে থাকায় আমরা স্বাস্থ্য হীনতায় ভুগতেছি, এখন বাংলাদেশ রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি তদন্ত-পূর্বক গৃহীত ব্যবস্থা গ্রহণ করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন