ঈশ্বরদীতে বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলা রোড আড্ডা খানা এন্ড ফেকো রেস্টুরেন্ট আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধের চেতনায় সর্বস্তরের সাংবাদিকদের অধিকার আদায় প্রতিষ্ঠায় দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রেস ক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ও পাবনা জেলার শাখার সদস্য সচিব, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাফিজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার পাবনা জেলা স্টাফ রিপোর্টার আজিম হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের দর্পণের ঈশ্বরদী উপজেলা জেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক আজকের বসুন্ধরা পত্রিকার ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি ইমরান হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক ও মাই টিভি ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি আলীফ হাসান,শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুজ্জামান, প্রচার সম্পাদক মোঃ ওমর সানি, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আহমেদ জয়, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মমিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আশরাফ আলী, নির্বাহী সদস্য ফিরোজ মাহমুদ, নির্বাহী সদস্য মোঃ লিমন হোসেন, নির্বাহী সদস্য পপি, সি ডি এম টিভির ও ঈশ্বরদী শাখার প্রস্তাবিত সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মিঠুন হোসেন, সি ডি এম টিভির উপদেষ্টা আব্দুর রাজ্জাক, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আনন্দবাজার পত্রিকার ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি মো. তুহিন হোসেন প্রমুখ ।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ঈশ্বরদী শাখা প্রস্তাবিত সহ-সভাপতি আব্দুল মোতালেব হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব পাবনা জেলা শাখার সদস্য লাভলু বিশ্বাস, এ সময় ক্লাবের সকল সদস্য উপস্থিত থেকে সাংগঠনিক আলোচনা ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।