ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ পাবনা ঈশ্বরদীর মুশুরিয়াপাড়া সরকারী কলেজের পাশে অরণ্য ছাত্রাবাসের তিন তলা ৩০৫নং কক্ষে নিখোঁজের ৭দিন পর ২২জুন বিকালে তপুর মরদেহর সন্ধান পাওয়া যায়।
নিহত তপু হোসেন সরকারী কলেজ সংলগ্ন খান মঞ্জিল এলাকার রিক্সা চালক আবুল কাশেমের ছেলে। রাত ১২টার দিকে রাজশাহীর (সিআইডি) এর একটি বিশেষ দল ঘটনাস্থলে এসে তপুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। ঈশ্বরদী থানা পুলিশ এরপর মরদেহ উদ্ধার ও সুরাতহাল প্রতিবেদনের জন্য ক্রাইম সিন ডিপার্টমেন্ট এর জন্য অপেক্ষা করছিল।
সিআইডি এর সূত্রে জানা যায়,মৃতদেহ টুকরো করা হয়নি,ভাঁজ করে ট্রাঙ্কের মধ্যে রাখা হয়েছিল,মৃতদেহ ও আলামত উদ্ধার করে ঈশ্বরদী থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে সি,আই,ডি।
১৬ জুন নিহত তপুর মা বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন, ৬ দিন পরে বিকালে পুলিশ মরদেহর সন্ধান পায় ও সন্দেহভাজন তিনজনকে আটক করে। পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সি বলেন, হত্যার রহস্য উদঘাটনের লক্ষ্যে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। অহেতুক কাউকে হয়রানি না করা হয় সেদিকে লক্ষ রাখার জন্য স্থানিয় থানা পুলিশকে নির্দেশ দেন প্রকৃত হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।
Tags
অপরাধ