ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বজন সরদার


বুধবার দুপুরে ঈশ্বরদী উপজেলা রিটার্নিং কর্মকর্তা আশরাফুল হকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন সাঁড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান স্বজন সরদার। 

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সঙ্গে ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাঁড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজেদুল করিম সাধু, প্রমুখ। 

বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা আশরাফুল হক জানান, এই উপ-নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই এবং প্রতীক বরাদ্দের তারিখ ১১ জুলাই। প্রসঙ্গত: চলতি বছরের ২১ এপ্রিল ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়েছিল। আগের দিন তৎকালীন সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার ব্যক্তিগত কারণ দেখিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে অংশগ্রহণ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এমদাদুল হক রানা সরদার । আগামী ২৭ জুলাই এই  ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন