ঈশ্বরদীতে সহিংসতা ও নাশকতা চেষ্টায় গ্রেপ্তার ৩০

 


অনলাইন ডেক্স: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে সহিংসতা ও  নাশকতা ঘটনার চেষ্টায় ৩টি মামলা হয়েছে।

এসব মামলায় আসামি করা হয়েছে অন্তত ১৫০ থেকে ২০০ জনকে। এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী পুলিশের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ঈশ্বরদী থানায় সহিংসতা ও নাশকতা ঘটনার চেষ্টায় ৩টি মামলা হয়েছে। ১৭ জুলাইয়ের পর থেকে হওয়া এসব মামলায় এজাহারনামীয় আসামি ২০ জন। এর বাইরে মামলাগুলোয় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫০ থেকে ২০০ জনকে।

ঈশ্বরদী থানা পুলিশ জানান, সহিংসতা ও নাশকতা ঘটনার চেষ্টায় ৩টি মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার হয়েছেন ৩০ জন। যাঁরা অভিযুক্ত তাঁদেরই গ্রেপ্তার করা হচ্ছে এবং সহিংসতায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে বলে পুলিশের এ কর্মকর্তারা জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন