ঈশ্বরদীতে শ্বশুর বাড়িতে এসে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

 


স্টাফ রিপোর্টার:ঈশ্বরদীতে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে কাজল মন্ডল (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়।

রবিবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের নিকরহাটা এলাকায় রেললাইন পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে,নিহত কাজল মন্ডল বড়াইগ্রাম উপজেলার পূর্ণকলস এলাকার হাবিবুর মন্ডলের ছেলে। 

তিনি পেশায় সিএনজি চালক স্থানীয়রা জানায়,কাজল এক সপ্তাহ আগে তার শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিল। দুপুরের খাবার খেয়ে চা খেতে পাশের একটি চায়ের দোকানে যাচ্ছিল। এসময় রেললাইন পার হতে গিয়ে একটি ট্রেনের ধাক্কায় ট্রেনের নিচে কাঁটা পড়ে ঘটনাস্থলে কাজল মারা যায়। পরে স্বজনরা মরদেহটি উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন