অনলাইন ডেস্ক: ঈশ্বরদী থানার ওসিসহ ৬ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তবে কেন একসঙ্গে একই থানার ৬ জন কর্মকর্তাকে বদলি করা হয়।
৩০ জুলাই বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (গ্রেড–১) অ্যাডমিনিস্ট্রেশন কামরুল আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির এ আদেশ দেওয়া হয়।
বদলি হওয়া ৬ কর্মকর্তা হলেন ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) শুব্রত কুমার, উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম, উপপরিদর্শক (এসআই) সুজন কুমার, সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল, সহকারী উপপরিদর্শক (এএসআই) সানোয়ার ইসলাম।
এর মধ্যে ওসি রফিকুল ইসলামকে বরিশাল রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আর উপপরিদর্শক (এসআই) শুব্রত কুমার, উপপরিদর্শক (এসআই) সুজন কুমারকে শিল্প পুলিশে এবং,বাকি ৩জনকে পাবনার ভাঙ্গুড়া থানায় বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।