ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার আসামী আটক ১

 

পাবনা ঈশ্বরদীর যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামী তৌফিক আহমেদ সুপ্ত ওরফে দিপু (২৪) কে গ্রেফতার করেছে র‌্যাব। 

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাকশী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করেছে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা এর আভিযানিক দল,

গ্রেফতারকৃত দিপু উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের শাহিন হোসেনের ছেলে।

বুধবার মধ্যরাতে র‍্যাব-১২, সিপিসি-২, পাবনার স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন চৌধুরী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন