স্টাফ রিপোর্টার।। ২৭ ডিসেম্বর'২৪ বিকেল ৩ টায় রেলওয়ে মালগুদাম রোডস্থ জংশন ডিডিপি গুরু আশ্রমের নিজস্ব কার্যালয়ে ঈশ্বরদীর সুনামধন্য সাহিত্য, সংস্কৃতি ও সেবা ধর্মী প্রতিষ্ঠান ডিডিপি'র নিয়মিত আয়োজন মাসিক কবি কন্ঠে কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান সুরের মেলা ৩৪২ পর্বের অনুষ্ঠানে বিশুদ্ধ সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধের আহবান জানিয়েছেন বক্তাগণ।
তাঁরা বলেন সমাজে বিশুদ্ধ সাহিত্য ও সংস্কৃতি চর্চার অভাবে সামাজিক অবক্ষয় ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। তরুণ ও যুব সমাজ মাদকাসক্ত হচ্ছে। ঘুষ দুর্নীতি, অনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাস রাহাজানী বৃদ্ধি পাচ্ছে। এসব সমাজ বিধ্বংসী কর্মকান্ড রোধে বিশুদ্ধ সাহিত্য ও সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে হবে।
ডিডিপি'র চেয়ারম্যান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, দৈনিক ইনকিলাব প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক, কবি কলামিস্ট গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা'র সভাপতিত্বে অনুষ্ঠিত এ'অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন ঈশ্বরদী মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল ইসমাইল হোসেন, পাকশী রেলওয়ে কলেজের শিক্ষক অধ্যাপক আফম রাজিবুল আলম ইভান, দাশুড়িয়া কলেজের শিক্ষক অধ্যাপক হাসানুজ্জামান, ঈশ্বরদী আন্তঃ উপজেলা কেজি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ সাঈদ, ঈশ্বরদী সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক এস আলমগীর, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, রূপপুর হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ওস্তাদ মাসুদ রানা, আবুল কাসেম উচ্চ বিদ্যালয়ের সংগীত শিক্ষক ও শিল্পী রেজাউর রহমান পাপ্পু, ঈশ্বরদী রেলওয়ে শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক সাইফুল হক মানিক।
এ'অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন কবি মোনতাজ আলী, কবি সাধন কুমার কুন্ডু, কবি ওয়াজেদ আলী, কবি এস এম শাহেদ, কবি রমজান আলী, কবি মুনমুন আক্তার, কবি সুবল কুমার পাল, কবি এম এ আনছারী, শিল্পী মাসুদ রানা, পাপ্পু, জুলেখা বাউল, এস এম অন্ত, রিন্টু, হাক্কি মাহমুল হক, রিপন ভান্ডারী, ডাঃ ইউনুস আলী, মুনমুন আক্তার, প্রার্থনা, শিরিন ভান্ডারী, আরিফুল, নাসিমা ভান্ডারী, সাংবাদিক রঞ্জন কুমার, রুহুল আমীন, বজলুর রহমান, জাহাঙ্গীর আলম সেলিম স্বপ্নন কর্মকার, মোঃ রাজিব, বিরেন কর্মকার, আসাদুজ্জামান বকুল, সাইফুল ইসলাম খোকন, মোঃ সানাউল্লাহ, মোঃ আলম, এস এম রাজা প্রমুখ। তবলায় সংগত করেন মোহন হাসান, রুদ্র রায় ও পারভেজ। প্রচুর সংখ্যক দর্শক শ্রোতা প্রায় ৬ ঘন্টা ব্যাপী এই মনোমুগ্ধকর অনুষ্ঠান উপভোগ করেন। সমগ্র অনুষ্ঠানটি ব্যাপক প্রশংসিত হয়।