ঈশ্বরদীর সাঁড়াগোপালপুর এলাকায় 'বিনা পয়সার পাঠশালা'র সকল শিশু শিক্ষার্থী ও পাতিবিলের গরিব অসহায় বাসিন্দাদের প্রত্যেকে একটি করে প্রায় দুইশ' শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুবীর কুমার দাশ।
মঙ্গলবার বিকেলে তিনি পৃথক আয়োজনে এই শীতবস্ত্র বিতরণ করেন, পাতিবিলের সুবিধা বঞ্চিত নারী, প্রতিবন্ধী ও বিনা পয়সার পাঠশালায় শীতবস্ত্র বিতরন কালে স্থানীয় বাসিন্দা ও শিশু শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, এই কনকনে শীতে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া শীতবস্ত্র তারা পেয়ে খুবই আনন্দিত আরও বলেন এই প্রথম শীতবস্তু পেলাম।। শীতার্তরা ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারকে এজন্য ধন্যবাদ জানান।
এসময় প্রধান অতিথি ইউএনও সুবীর কুমার দাশ ছাড়াও উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিহাব উদ্দিন,বিনা পয়সার পাঠশালার প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহেরুল ইসলাম, সাপ্তাহিক ঈশ্বরদী পত্রিকার সম্পাদক সেলিম সরদার সহ আরো অনেকেই সেসময় উপস্থিত ছিলেন।