স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুরে বিনা পয়সার পাঠ শালায় অসহায় দুঃস্হ শিশু শিক্ষার্থীদের মধ্যে বই খাতা ও কলম বিতরন করা হয়েছে।
গত ১৪ জানুয়ারি'২৪ বিকেলে ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু শিক্ষার্থীদের হাতে বই খাতা ও কলম তুলে দেন।
এ'অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনা পয়সার পাঠ শালার প্রতিষ্ঠাতা অবঃ প্রধান শিক্ষক মোঃ তাহেরুল ইসলাম। শুভেচ্ছো বক্তব্য রাখেন সাংবাদিক ও কবি মুনমুন আক্তার। প্রধান অতিথির বক্তৃতায় এস এম রাজা সরকার ও সমাজের বিত্তবানদের মহতি উদ্যোগকে সফল করার জন্য এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, জানামতে আর একটি বিনা পয়সার পাঠশালা কোথাও নেই। সমাজের অভাবি পরিবারের অসহায় শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাহেরুল ইসলাম বিনা পয়সার পাঠশালা প্রতিষ্ঠার মাধ্যমে তাদের শিক্ষা দান করে যাচ্ছেন। অর্থের অভাবে বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে না। যার ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এবিষয়ে তিনি সরকারের সংশ্লিষ্ট মহল ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। পরে তিনি শিশু শিক্ষার্থীদের হাতে কলম বই খাতা তুলে দেন।