মুনমুন আক্তার: বর্ণাঢ্য আয়োজনে ২৯ জানুয়ারি সন্ধ্যায় ঈশ্বরদী রেলওয়ে মালগুদাম চত্বরে ঈশ্বরদীর স্বনামধন্য প্রতিষ্ঠান জংশন ডিডিপি গুরুআশ্রমের বাৎসরিক ওরশ মোবারক এবং কবি কন্ঠে কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান সুরের মেলা ৩৪৩ পর্ব অনুষ্ঠিত হয়েছে। আতায়ে রাসুল হিন্দের ওলি গরীবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী (রঃ) এর ৩৯ তম বাৎসরিক ওরশ মোবারক এবং কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, কবি, প্রাবন্ধিক ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ড. ইফতেখার মাহমুদ।
জংশন ডিডিপি গুরুআশ্রমের চেয়ারম্যান,দৈনিক ইনকিলাব প্রতিনিধি,ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রথিতযশা সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা'র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি ও বিশেষজ্ঞ চিকিৎসক কোহিনূর বেগম শিউলি, সাপ্তাহিক জংশনের উপদেষ্টা সম্পাদক ও আলোবাগ ক্রীড়া সংস্কৃতি ও চিত্তবিনোদন সংস্থার সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার, শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ মোঃ আরিফুল শরীফ রাজা, ঈশ্বরদী মহিলা ডিগ্রী ও অনার্স কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান টিপু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, মেসার্স মোল্লা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ সুরুজ আলী মোল্লা, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি মোঃ ফজলুল হক, ঈশ্বরদী আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আবুল কালাম আজাদ সাঈদ, কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি আসমান আলী, প্রকাশক, কবি ও কথা সাহিত্যিক লতিফ জোয়ার্দার, কুষ্টিয়ার ভেড়ামারা বিত্তিপাড়া মাইজভান্ডারি দরবার শরীফের পীর সাহেব শাহ সুফি মোঃ আজিজুল হক মাইজভান্ডারি, পাবনা বড় দিকশাইল কাদরিয়া মোহাম্মদীয়া দরবার শরীফের পীর সাহেব কবি শাহ সুফি মোঃ জয়নাল আবেদিন, ঈশ্বরদী সাঁড়া ঝাউদিয়া বিশ্ব আশেকান মঞ্জিল নূর নবী মওলাপুর দরবার শরীফের পীর সাহেব কবি শেখ মোঃ হাফিজুর রহমান হাফিজ মওলাপুরি, রাজাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সতীর্থ থিয়েটারের সভাপতি রাশেদুল আওয়াল রিজভী, কবি সাহিত্যিক ও প্রাবন্ধিক অধ্যাপক নজরুল ইসলাম মুকুল, সাকরেগাড়ী কাদরিয়া দরবার শরীফের পীর কবি রজব আলী ভান্ডারী ও বিনা পয়সার পাঠশালার প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তাহেরুল ইসলাম।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি কোহিনূর বেগম শিউলি, কবি সাধন কুন্ডু, কবি ওয়াজেদ আলী, কবি রমজান আলী, কবি নজরুল ইসলাম মুকুল, কবি হাফিজুর রহমান, কবি নিন্দুক বিশ্বাস, কবি সেলিম রেজা পাষাণপুরী, কবি এস এম শাহেদ, কবি জেকে মোহাম্মদ, কবি মোঃ আনসারী, কবি সুবল কুমার পাল, কবি মুনমুন আক্তার।
রূহানী সংগীত পরিবেশন করেন শিল্পী জুলেখা বাউল, এস এম অন্ত, রিদিতা, রুমানা সরকার, নাজমুল হক জয়, অরনী বাবু, চন্দন বাবু, ইলমাতুল ইসলাম রুপা, ওস্তাদ মুকুল হোসেন, নূর মোহাম্মদ বিশ্বাস, সুকুর আলী বাউল, হায়দার বাউল, ঋতু মনি, কামাল হোসেন, তরিকুল বাউল, এস এম রকি প্রমুখ। যন্ত্রসংগীতে ছিলেন ফারুক, শ্রীবাস, সাইফুল, আজম, শিশির। শব্দ যন্ত্রে ছিলেন মামুন সাউন্ড।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাসুদ রানা, শিমুল ও সুবল। অতিথিদের উত্তরিয় পড়িয়ে বরণ করে নেন এস এম রাজা,জুলেখা, হাসিনা,অরণী,চন্দন, সাধন, ওয়াজেদ, রূপা ,বিজয়, এস এম দীপ্ত, মুনমুন আক্তার, সুবল, লিমন, শাহীন, হাবিব,হৃদ, শিমুল, অন্ত, স্বাধীন ।
এর আগে কোরআন তেলওয়াত, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত, উত্তরীয় পরিয়ে অতিথি বরন ও প্রায় এক হাজার আশেকান জাকেরান ও সুধিবৃন্দের মধ্যে তবারক বিতরণ করা হয়। গভীর রাত অবধি চলা সমগ্র আয়োজন সুধি মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।