ঈশ্বরদীতে মৃত সদস্যের পরিবারের পাশে ব্র্যাক, এককালীন নগদ সুবিধা প্রদান

 


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীর দাশুড়িয়া ব্র্যাক অফিস থেকে মৃত সদস্য আশরাফুজ্জামান চমন এর পরিবারকে নগদ বিশ হাজার টাকা সুবিধা প্রদান করেছে ব্র্যাক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৭ মার্চ ) সকালে মরুহমের নিজ বাড়ী উপজেলার চরকদিমপাড়া গিয়ে এ অর্থ প্রদান করা হয়।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রগতি কর্মসূচির দাশুড়িয়া-২ এলাকার সহকারি এলাকা ব্যবস্থাপক মোস্তাক আহম্মেদ মরহুমের স্ত্রী, ঋণের নমিনি মোছাঃ শ্রাবণী খাতুন ও মরহুমের একমাত্র ছেলে তামিম এর হাতে এ অর্থ তুলে দেন।

এসময় মরহুমের মা, হিসাব কর্মকর্তা মো. কামরুজ্জামান, ঋণ কর্মকর্তা মনজিৎ কুমার বিশ্বাস, মো. রফিকুল ইসলাম, অপর দুই ঋণ গ্রহিতা মো. তরিকুল ইসলাম ও কামরুল ইসলামসহ এলাকার বেশ কিছু ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঋণ কর্মকর্তা মনোজিৎ কুমার বিশ্বাস জানান, মৃত সদস্য আশরাফুজ্জামান চমন অত্র ব্র্যাক অফিস থেকে জানুয়ারী/২৫ দুই লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন এবং এই ঋণের অনুকুলে ৬০০ টাকার একটি ঋণ নিরাপত্ত বীমা করেন। মাত্র ২ টি কিস্তি ৩৮ হাজার টাকা দেওয়ার পর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৫ মার্চ ২০২৫ রাতে মৃত্যুবরণ করেন। 

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (প্রগতি) দাশুড়িয়া-২ এলকার এলাকা ব্যবস্থাপক মো. নোমান বিন হান্নান জানান, উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে দরিদ্র পরিবারের আর্থিক নিরাপত্তায় ঋণ নিরাপত্তা বীমা চালু রেখেছে ব্র্যাক এনজিও। সদ্যস্যের মৃত্যু পরবর্তীতে তাৎক্ষণিক আর্থিক সংকট মোকাবেলায় পরিবারকে এককালীন নগদ সুবিধা দেওয়ার পাশাপাশি তাদের বকেয়া ঋণটি সম্পূর্ণ মওকুফ করে দেওয়া হয় এই ঋণ নিরাপত্তা বীমা থাকার কারণে। যার ধারাবহিকতায়, অত্র অফিসের সদস্য মরহুম আশরাফুজ্জামান চমন এর পরিবারের পাশে আর্থিক সহয়াতার হাত বাড়িয়েছে ব্র্যাক। 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন